গদ্যকবিতা-তুমি কষ্ট পাবে বলে
কলমে-তমা কর্মকার
তারিখ-২৩ ২ ২০২১
![]() |
তমা কর্মকার |
যেদিন তোমার কৃত্রিম ভালোবাসার রঙে রাঙিয়ে
করেছিলে আমায় রঙিন,
তোমার কৃত্রিম ভালোবাসা না বুঝে তোমার দেওয়া রঙেই
আমিও হয়েছিলাম রঙিন|
সেদিন বসন্তের দেওয়া লাল রক্তিম রঙকেও করেছিলাম প্রত্যাখ্যান|
কেনো জানো?পাচ্ছে তুমি কষ্ট পাও,
বা তোমার ভিতরে আমায় হারাবার ভয়ে
কোনো তীব্র জ্বলন অনুভব হয়|
তাই অকপটে ফিরিয়ে দিয়েছিলাম শিমুল পলাশ কৃষ্ণচূড়াকে,
চুপি চুপি গিয়ে মানা করেছিলাম ডাকতে বসন্তের দূত কোকিলকে
জানো তবু ওরা আমায় ডেকেছিল বারবার ডেকেছিল,
বসে আমার বিথানের বকুল শাখে|
না পেয়ে আমার সাড়া বড়ো অভিমানে অভিমানী হয়ে
আমার আঙিনা জুড়ে ঝরে পরেছিলো শিমুল পলাশ কৃষ্ণচূড়া|
না তাতেও দিইনি বসন্তের ডাকে সাড়া,
মাটি থেকে পরম যত্নে তুলিনি শিমুল পলাশ কৃষ্ণচূড়া|
গাঁথিনি মালা শুধু তুমি কষ্ট পাবে বলে,
বসন্ত বাতাস এসেছিলো বয়ে শিনশিনে শব্দে
আমার আদুল গায়ে প্রেমাদর মাখাবে বলে|
না কঠিন কঠোর হয়ে দিইনি তাকে প্রেমাদর মাখাতে,
আদুরে প্রেমালাপ থেকে রেখেছি তাকে সরিয়ে দূরে|
শুধু তুমি কষ্ট পাবে বলে|
ঠিকানা:
তমা কর্মকার
561/1/ডিঅশোক নগর
পোস্ট, থানা অশোক নগর
জেলা, উত্তর 24পরগনা
পিন 743222
মুঠি ফোন, 9126160666
ভারত